Terms & Conditions - শর্তাবলী
স্বাগতম দ্য ইউনিক ফ্যাশন-এ। আমাদের ওয়েবসাইট ব্যবহারের আগে দয়া করে এই শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। এই ওয়েবসাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি আমাদের সব শর্ত মেনে নিয়েছেন।
1. ওয়েবসাইট ব্যবহারের শর্ত
-
এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোনো অবৈধ কাজের জন্য এটি ব্যবহার করবেন না।
-
ওয়েবসাইটের কনটেন্ট, ডিজাইন ও ছবি আমাদের নিজস্ব সম্পত্তি, অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।
2. পণ্য ক্রয় ও মূল্য
-
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের দাম সময় সময় পরিবর্তন হতে পারে, তবে অর্ডার কনফার্ম হলে সেই সময়কার দামই প্রযোজ্য হবে।
-
অর্ডার কনফার্ম হওয়ার পর কাস্টমারকে সঠিক ডেলিভারি তথ্য প্রদান করতে হবে।
3. ডেলিভারি ও রিটার্ন পলিসি
-
আমরা নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, তবে কোনো কারণে বিলম্ব হলে আমাদের দায় সীমিত।
-
রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে দেওয়া থাকবে।
4. পেমেন্ট শর্তাবলী
-
পেমেন্ট সম্পন্ন হলে সেটি আমাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই হবে।
-
অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য ওয়েবসাইট দায়ী থাকবে না।
5. ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা
-
আপনার দেওয়া ব্যক্তিগত তথ্য আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী সুরক্ষিত থাকবে।
6. দায়সীমা
-
ওয়েবসাইটের তথ্যের কোনো ভুল বা অসম্পূর্ণতার জন্য আমরা দায়ী থাকব না।
-
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদির কারণে সেবায় ব্যাঘাত ঘটলে আমাদের কোনো দায় থাকবে না।
7. শর্ত পরিবর্তন
-
আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করতে পারি, এবং পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারের মানে হলো আপনি নতুন শর্ত মেনে নিয়েছেন।
Mans Fashion
Womens Fashion
Kids & Boys Fashion
Home & Lifestyle
Gadgets & Electronics
গ্রামীণ পণ্য - ন্যায্য দামের পণ্য
Uniform Solution